
আধুনিক ডাক্তারি পথভ্রষ্ট বিজ্ঞান: যন্ত্রবৎ চিকিৎসায় বিস্মৃত নিরাময়ের শিল্পকলা - ড. ফারুক উদাওদিয়া রোবট চালিত চিকিৎসার উদ্ধত আগমন বার্তা মহানগরীর পথে পথে। সেই দানবিক বিজ্ঞাপনে মুখ ঢাকছে ডাক্তারি বিদ্যার মৌলিক আদর্শ ও শিক্ষা। বিশেষজ্ঞ-বিভূষিত কর্পোরেট হাসপাতালের দাপটে কি অস্তমিত হচ্ছে নিরাময়ের শিল্পকলা ? হারিয়ে যাচ্ছেন পাড়ার চিকিৎসকেরা ? বিপন্ন হচ্ছে চিকিৎসক এবং রোগীর অতি প্রয়োজনীয় সম্পর্কের বাঁধন? এসব নিয়ে ২০০৯ সালে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক এবং দার্শনিক ডক্টর ফারুক উদাওদিয়া একটি বই লিখেছিলেন। তার নাম ছিল দা ফরগটেন আর্ট অফ হিলিংস এন্ড আদার এসেস। আমাদের দেশে ক্রিটিকাল মেডিসিনের পথপ্রদর্শক এই চিকিৎসক মুম্বাইয়ের জে জে হাসপাতালে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন এবং ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ক্রিটিকাল কেয়ারের কর্ণধার ছিলেন। অতি সম্প্রতি তিনি একটি ব...